অযোগ্য জীবন

Share

মুক্তা দাশ

তোমাকে এক পলক দেখবো বলে

আমার দু-চোখ নির্ঘুম রাত জাগে

মিছেমিছি সব, জানি। তবুও প্রহরে প্রহরে চমকে উঠে

দুঃখবিলাসী মন।

শহরের সব বাতি নিভে গেছে

মাঝে সাঝে বড় রাস্তায় গাড়ির হর্ণ বাজে

অন্ধকার চিড়ে এ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে জানান দেয়, মুমূর্ষু রাতের!

রাত্রির মৃত্যু নেই 

আছে আশা

একবুক ভয়ানক দৃঢ় বিশ্বাস

 ভোর হবেই হবে

একদিন ঠিক

ঠিক একদিন

তুমি ফিরবে!

পরিযায়ী পাখির মতো, তুমি ফিরবেই।

অধিকারে বাঁধতে পারিনি

পারিনি সবটা দিয়ে চলে যাওয়া রুখতে

পারিনি অসময়ে সময়ের দাবী মানতে।

শুধু একপলক দেখবো বলে জানলাটা খুলে রেখেছি

দখিনা বাতাস নারকেল গাছটা ছুঁয়ে যায়

সজনের ডালে ডালে ফুলের সুবাস আমি পর্যন্ত

পৌছতে পারে না

দুরে কোথাও বাঁশি বাজায় নাইটগার্ড

 লোহার শিকের গারদে আমার দু’চোখ

মন আজ বড্ড আনমনা

বড্ড একা!  আজ

নিজেকে বড়ো অপাংক্তেয় মনে হয় এই সময়ে

বড্ড বেশি অযোগ্য এ জীবন!!

শুধু একপলক তোমায় দেখব বলে

 নিশ্ছিদ্র অপেক্ষারা দিবানিশি সময় গুনে…

এস/ভি নিউজ