ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’

Share

এ বছর কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা।’ হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় ঢালিউড তারকার সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল।

বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও সিডনিতেও বেশ প্রশংসা কুড়ায় ‘প্রিয়তমা।’ এবার ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পেল ভারতে।

খবরটি শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ এর সূত্রে জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে।

আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’র গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী।

এস/ভি নিউজ