বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপি-জামায়াত ও দেশি-বিদেশী ষড়যন্ত্র চক্রান্ত নিপাত যাক এ প্রত্যয়ে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শিখা চিরন্তনে গিয়ে পুস্পস্তাবক অর্পণ ও শপথের মাধ্যমে শেষ হয়। পরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ১০ বঙ্গবন্ধু এভিনিউ (২য় তলা) কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন এর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কমিশনার ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার মোঃ জাইদুল ইসলাম মোল্লা, প্রেসিডিয়াম মেম্বার নুরুজ্জামান ভুট্টো, লুবনা খানম, গাজী শফিকুল ইসলাম,সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি:মো: শাহ পরান ছিদ্দিকী তারেক, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, সম্পাদকমন্ডলী বেলাল আহমেদ, মকবুল আহমেদ জাকির হোসেন, সমীর বৈরাগী, মাসুদ রানা টগর, কেন্দ্রীয় সদস্য কাজী মাহমুদুল হাসান দোদুল, জাহিদুল হক ইমন, মহিউদ্দিন আহমেদ শামীম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, সাংগঠনিক সম্পাদক মো:হাসান গাজী, প্রচার সম্পাদক পাকেল সাহা, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমেদ প্রিন্স, উত্তরের সহ-সভাপতি সুমন শেখ, সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল সহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ও বিদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ও মুক্তিযোদ্ধা পরিবারের আস্থার স্থল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবার ক্ষমতায় আনার জন্য মুক্তিযোদ্ধার সন্তানরা বদ্ধ পরিকর। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত-বিএনপির বিরুদ্ধে রাজপথে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১১নং অঙ্গ সংগঠন হিসেবে আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠা লাভ করে। গৌরবোজ্জল, সংগ্রাম ও সাফল্য পথ বেয়ে সংগঠনটি ২৬ বছর অতিক্রম করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি জেলা, উপজেলা, মহানগরী ও বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়।
এস/ভ নিউজ