ভালো থেকো দেবশিশু ফুলের আকাশে

Share

রাসেল আশেকী  

…” জানি, সেই দেবশিশু আর আসবে না ফিরে

যার মৃত্যুতে সেদিন পাথরের মতো নির্বাক ছিল শহরের চোখ,

ঝরেনি একফোঁটা শিশির বিন্দু!

রক্তের প্রতিশোধ রক্তে নেয়ার দৃঢ় উচ্চারণে কাঁপেনি রাজপথ,

পক্ষ দাঁড়ায়নি বিপক্ষের বিরুদ্ধে

ঝড় ওঠেনি কালোঝড়ের বিরুদ্ধে

স্টেনগান গর্জায়নি স্টেনগানের বিরুদ্ধে

মুহূর্তেই রাজমাকড়সারা পাল্টালো হাত পা

স্বজনেরা ভুলে গেল পরম আত্মীয়তার ঘ্রাণ!

জানি, সেই দেবশিশু আর আসবে না ফিরে

এক ঝাঁক সোনালি দিন উপহার নিয়ে

যে এসেছিল বঙ্গমাতার কোলে!

বিধ্বস্ত নীলিমার কোনো ছোট্ট গ্রাম কিংবা

ব্যস্ততম রাজধানীর কোনো কোলাহল দিনে

মা ডাক দিয়ে সে আর আসবে না ফিরে!

তবু তাঁর সজীব আত্মা হবে প্রতিটি শিশুর

বেঁচে থাকার বড় হওয়ার অনন্ত প্রেরণা।

আর সে আপন মনে খেলতে খেলতে হাসতে হাসতে

ছড়িয়ে পড়বে বাংলাদেশের হৃদয়জুড়ে

হাতের তালুতে রেখে পবিত্র পিতৃভূমি।”

কবি ও কবিতা পরিচিতিঃ রাসেল আশেকী। পনের আগস্ট উনিশশো পচাত্তর। নিষ্ঠুর ঘাতকের গুলিতে নিহত শিশু শেখ রাসেল স্মরণে অনেক বছর আগে ‘বত্রিশ নম্বর মানচিত্র’ শিরোনামে লেখা আমার একটি কবিতার অংশবিশেষ।

এস/ভ নিউজ