আশরাফুল আবেদীন; জেলা প্রতিনিধি, পাবনা
ঈশ্বরদী পৌরসভার ২ নং ওয়ার্ডে নৌকার ভোট চেয়ে উঠোন বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন।
রবিবার ১০ সেপ্টেম্বর সন্ধায় ঈশ্বরদী পৌর এলাকার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই উঠোন বৈঠকের আয়োজন করা হয়।
২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বিশ্বাসের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বেচ্ছাসেবকলীক কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন।
প্রধান অতিথির বক্তব্যে জোট সরকারের দুঃশাসনের কথা তুলে ধরে তিনি বলেন”ক্ষমতায় থাকাকালে জামাত-বিএনপি সরকার এদেশের টাকা বিদেশে পাচার করেছে। আর সেই অবৈধ অর্থ দিয়ে আজ লবিস্ট নিয়োগ করে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে স্বাধীনতার বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের চেয়ে এখন অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আমরা যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে নৌকার বিজয় ছিনিয়া আনবোই এবং জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ”।
তিনি আরো বলেন, “আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি, বিনামুলে বই বিতরণ, মুক্তিযোদ্ধা ভাতা সহ পেনশন স্কিম চালু করেছেন। দেশের অবকাঠামো ব্যাপক উন্নয়ন হয়েছে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। কিন্তু বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে চলেছে উন্নতির শিখরে। তাই দেশ ও জাতির কল্যাণে এবং বাংলাদেশের অগ্রগতি উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই”।
ররিকুল ইসলাম লিটন আরো বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেন না কেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল নৌকায় ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন ইনশাল্লাহ”।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিল্প বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিস মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ফরিদুল ইসলাম, মোহাম্মদ হান্নান, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি, সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা, জেলা মহিলা যুবলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলো খাতুন, পৌর মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহানি সাবরিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় কয়েকশো নারী পূরুষ এলাকাবাসী সেখানে উপস্থিত হয়ে তার বক্তব্য শোনেন।
এস/ভি নিউজ