মহিলা সংরক্ষণ বিলের আলোচনায় ওবিসিদের সমর্থনে বুধবার লোকসভায় ঝড় তোলে কংগ্রেস। আলোচনার একপর্যায়ে বিজেপির নিশিকান্ত ২০১২ সালের এক ঘটনার প্রসঙ্গ টেনে নিয়ে আসেন। এসটি সংরক্ষণ বিল নিয়ে সংসদে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে সংঘাতের প্রসঙ্গ তোলেন নিশিকান্ত।
সেই প্রসঙ্গ তুলে বিজেপির ঝাড়খণ্ডের এ নেতা বলেন, সেদিন ক্ষমতাসীন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া সমাজবাদী পার্টির যশবীর সিংয়ের ‘কলার চেপে ধরেছিলেন।
জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বর মাসে ১১৭ তম সংবিধান সংশোধনী বিল (সরকারি চাকরিতে তপশিলি জাতি-জনজাতির পদোন্নতি সংক্রান্ত) পেশের সময় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছিল।
নিশিকান্ত দুবে বলেন, ‘এই কক্ষেই যখন এসসি/এসটিদের পদোন্নতির সংক্রান্ত বিলটি পেশ করছিলেন, তখন সমাজবাদী পার্টির যশবীর সিং বিলটি ছিনিয়ে নেন তার হাত থেকে আর তা ছিঁড়ে ফেলেন। সোনিয়া গান্ধী প্রথম এসেছিলেন, আর তিনি যশবীরের কলার চেপে ধরেছিলেন।’
নিশিকান্ত দুবে বলেন, ‘আমি সেই সময় বলেছিলাম— আপনি আমাদের স্বৈরাচারী শাসক নন, আমাদের রানি নন, আপনি এভাবে হিংসা ছড়াতে পারেন না।’
নিশিকান্ত বলেন, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়াম সিং যাদবও বলেছিলেন যে, সেদিন যদি বিজেপি না থাকত, তা হলে তাদের সংসদ সদস্যকে বাঁচানো যেত না। ‘আপনি মারতে চেয়েছিলেন সংসদ সদস্যদের’ এমন অভিযোগ তুলেন সোনিয়ার বিরুদ্ধে।