স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের জনগণ, এদেশের মানুষ শুধু একটাই কথা বলে, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনা থাকবেন ততদিন এদেশ আলোকিত হয়ে থাকবে। আগামী নির্বাচনে আমি মনে করি দেশের মানুষ ভুল কিছু করবে না।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের ২ নম্বকর রেলগেটে ‘দেশ বিরোধী সকল দেশী-বিদেশী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ’ স্লোগান আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ ভালো কাজ করেছে বলেই আজকে এখানে মানুষের ঢল নেমেছে। আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করবে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ এসে বুঝতে পারলাম নৌকার বিকল্প কিছু নেই। বোমা মেরে শামীম ওসমানকে উড়িয়ে দিতে চেয়েছিল। সেই ষড়যন্ত্রের কথা কেউ ভুলেনি। ২১ আগস্ট শেখ হাসিনাকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল। কেউ ভুলেনি। এ ধরণের নৃশংসতা এ ধরণের হত্যাকাণ্ড কোনো সভ্য দেশে হতে পারে, কেউ বিশ্বাস করে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ আরো অনেকে।
এস/ভি নিউজ