উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবী ছিল চিলাহাটি থেকে ঢাকা আরো একটি নতুন ট্রেনের। আগামীকাল ৪ জুন সেই দাবিটি পূরণ হতে চলেছে। চিলাহাটি এক্সপ্রেস নামে নতুন আরেকটি দিবাকালিনট্রেন চালু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন।
ইঞ্জিন সহ ১২ টি বগি নিয়ে ট্রেনটি সকাল ছয়টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। দুপুর পৌনে দুইটাই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। বিকেল সোয়া চারটায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে চিলহাটি এসে পৌঁছাবে রাত পৌনে ২ টায়। যাত্রাপথে ট্রেনটি আটটি স্টপেজ এ থামবে। নীলফামারী বাসির প্রাণের দাবি একটি দিবাকালিন ট্রেন। যে দাবীটি রাত পোহালেই পূরণ হতে চলেছে। চিলাহাটি, ডোমার তথা সমগ্র নীলফামারীবাসীর মনে বইছে আনন্দের হিল্লোল।সরেজমিনে গিয়ে জানা যায় যে, এই ট্রেনটির অপেক্ষায় দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনছিল নীলফামারী বাসি। আজ তাদের এই দাবি পূরণ হওয়ায় তারা সকলেই ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। চিলাহাটি মাস্টার পাড়ার নিবাসী আবুল মিয়া বলেন যে, “আজকে আজকে আমাদের এত উন্নয়ন শুধুমাত্র শেখের বেটির জন্যই সম্ভব হয়েছে। আল্লাহ যেন সেখের বেটিকে যুগ যুগ বাঁচিয়ে রাখেন। একসময় এই অঞ্চলে মানুষের অনেক অভাব ছিল। আজ এই অঞ্চলে কোন মানুষ অভাবি নাই বাহে। দেশত এত এত উন্নয়ন তামলায় তো আমার প্রধানমন্ত্রী করছে। যতদিন মোর জীবন আছে ততদিন নৌকা দৌড় দিম(দিব) বাবা।
৮০বছরের আবুল মিয়ার মুখে চওড়া হাসি। এই হাসি যেন গোটা বাংলার প্রতিচ্ছবি। এই আবুল মিয়াই যেন সমগ্র বাংলার সাধারণ মানুষের প্রতিচ্ছবি।