প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উত্তাল নাটোর শহর

 

নাটোের প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোর জেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আয়োজন করে । হুমকী দাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উত্তাল হয়ে ওঠে নাটোর শহর ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ।

আরো বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আহাদ আলী সরকার সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রত্না আহমেদ এমপি বিশেষ অতিথি হিসেবে ভক্ত রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব কামাল উদ্দিন মাস্টার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মাইনুল হক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতী লীগ মৎস্যজীবী লীগ যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ এর সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন প্রবাদ ।

বৃহস্পতিবার বিকাল তিনটায় কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নাটোরের বিভিন্ প্রান্তর থেকে সকাল থেকে মিছিল আসতে শুরু করে। কার্যত বিক্ষোভ সমাবেশ জনসভায় পরিনত হয় ।