আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত অন্যতম গোষ্ঠী জি২০-এর দায়িত্ব পালন করছে ভারত। গতকাল সোমবার শুরু হওয়া এ সম্মেলন উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ভূস্বর্গখ্যাত কাশ্মীরকে। তবে জি২০ সদস্য চীন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এ সম্মেলনে যোগ দেয়নি। খবর বিবিসি ও আলজাজিরার।
সম্মেলনে ২০ দেশের ৬০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। এ সম্মেলন জম্মু-কাশ্মীর উপত্যকায় পর্যটনের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে বলছেন দেশটির কেন্দ্রীয় পর্যটন সচিব। জম্মু-কাশ্মীরকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতেই এবার ভারতের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগ জম্মু-কাশ্মীরকে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের সুযোগ দেবে। সোমবার শুরু হওয়া তিন দিনের এ সম্মেলন শ্রীনগরের ডাল লেকের তীরে একটি বিস্তীর্ণ এবং সুরক্ষিত স্থানে অনুষ্ঠিত হচ্ছে। জি২০ সম্মেলন সফল করতে আয়োজনে কোনো ত্রুটি রাখেনি প্রশাসন। প্রায় এক হাজার কোটি রুপি খরচ করা হয়েছে শ্রীনগরকে সুসজ্জিত করতে। অতিথিদের স্থানীয় ‘সাইট সিয়িং’ করানো, ডাল লেকে শিকারা ভ্রমণ ইত্যাদি রয়েছে পরিকল্পনায়। মূল অনুষ্ঠান হবে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।
সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি সিআরপিএফ, বিএসএফ, এসএসবি এবং ভারতের দুই সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও মার্কোস কমান্ডো বাহিনীকেও নামানো হয়েছে। ডাল লেক ঘিরে রেখেছে মার্কোসরা। এক হাজার নতুন সিসিটিভি বসানো হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মহানির্দেশক (ডিজি) দিলবাগ সিংহ জানিয়েছেন, দফায় দফায় আধা সামরিক বাহিনীর সঙ্গে মহড়ায় রয়েছে পুলিশ; রাতেও চলছে টহল।