জঙ্গী-সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ ও উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই

স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা

109

জঙ্গী-সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সুসংগঠিত থাকতে হব।

 গতকাল শনিবার বিকাল ৪:৩০ টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর কেন্দ্রীয় কার্যালয়, ১০ বঙ্গবন্ধু এভিনিউতে সড়ক দুর্ঘটনায় নিহত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ হাফিজ-এর স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সন্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু,সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোঃ আলমগীর হোসেন,সভাপতিমন্ডলীর সদস্যবৃন্দ হাজী মোঃ এমদাদুল হক,নুরুজ্জামান ভূট্ট, এড.সাইফুল বাহার, এড.এনামুল হক কাজল,লুবনা খানম, বীর মুক্তিযোদ্ধার সন্তান ওসি কামরুল ফারুক,মনির হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সভাপতি অহিদুল ইসলাম তুষার,মাহমুদুল হাসান রনি,সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হক,প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী,ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক আব্দুল আল মোমিন,ঢাকা মহানগরের সহ-সভপতি জাহাঙ্গীর হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান গাজী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ প্রিন্স, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, বগুড়া জেলা শাখা যুগ্ম সাধারন সম্পাদক তহিদুল ইসলাম,শরীয়তপুর জেলা শাখার সিনিয়র সাঃসঃ হুমায়ুন কবির বিপ্লব,আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কেন্দ্রীয় কমিটির সভাপতি এড.আব্দুর রশিদ,সিনিয়র সহসভাপতি এড. আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক এড.সফিকুল আলম কিবরিয়া সহ কেন্দ্রীয়,মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেছেন জঙ্গী-সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচনের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সুসংগঠিত থাকতে হব। তারা বলেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম এ হাফিজ অসাম্প্রদায়িক চেতনার জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী একজন বলিষ্ঠ যোদ্ধা। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার অকাল মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য মুক্তিযোদ্ধার সন্তারা বলিষ্ঠ ভূমিকা পালন করলেই এম এ হাফিজের আত্না শান্তি পাবে।