জাতির জনকের জন্মবার্ষিক পালন করলো আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর উত্তর

97

ঢাকা প্রতিনিধি:

আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর উত্তর এর আয়োজনে কমিটির সভাপতি মো.নুরুজ্জামান ভুট্টো’র কার্যালয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্ম বার্ষিক এবং জাতীয় শিশু দিবস পালন করা হয় দোয়া, আলোচনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে।

১৭ মার্চ বৃহস্পতিবার এ উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর উত্তর’র সহ সভাপতি শেখ মো. সুমনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর উত্তর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আমিনুল মমিন। এ অনুষ্ঠানে কেক কাটেন শিশু মরিয়ম আমানি প্রহর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ রানা টগর, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আল আমিন অনিক, কেন্দ্রীয় নেতা গাজি জাকির হোসেন, শেখ মোহাম্মাদ মামুন মোঃ খোরশেদ আলম প্রমুখ।

সভায় জাতির জনকের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহ পাকের দরবারে জাতির জনককে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া খায়ের করা হয়।