চীনের সাথে দ্বন্দ্বের বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছে, তাইওয়ান দ্বীপে তিনি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চান। তার মতে যুদ্ধ কোনো পন্থা (অপশন) হতে পারে না।
রাজধানী তাইপেতে এক ভাষণে সাই বলেছেন, তাইওয়ান চীনকে উস্কানি দেবে না, সাথে বেইজিংয়ের চাপে মাথাও নোয়াবে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চীনের রোষাণলে পড়েন সাই। চীন বারবার নানা ধরনের হুমকি দিয়ে আসছে। তিনি বলেছেন, ‘যুদ্ধ কোনো অপশন হতে পারে না। তবে কেউ অন্যায়ভাবে ও অশান্তিরকর উপায়ে আমাদের মর্যাদা কেড়ে নিতে পারবে না।’ ‘সচেতনভাবেই আমরা বিশ্ব ও তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে কাজ করব।’
সাই আরও বলেন, ‘যদিও তাইওয়ানের চারপাশে ঝুঁকি। তবে তাতেও ঝুঁকি তৈরি করার দরকার নেই।’
সাই জানিয়েছেন, ৫০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সরবরাহে বিষয়ে তাইওয়ানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে। সূত্র: রয়টার্স