কক্সবাজার প্রতিনিধি : আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে গণসংযোগ শুরু করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। নৌকা প্রতীককে বিজয়ী করেই ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার (১৯ মে) দিনব্যাপি কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়। প্রতিটি ওয়ার্ডে কয়েকটি টিম বিভক্ত হয়ে ঘরে ঘরে গিয়ে গণসংযোগ শুরু করেন। এই টিমগুলোতে পুরুষের পাশাপাশি নারীদের আলাদা টিমও রয়েছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ‘স্বাধীনতা, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক নৌকা প্রতীককে বিজয়ী করতে আমাদের সর্বাত্মকভাবে কাজ করতে হবে। আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব।
শুক্রবার দিনব্যাপি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে ১নং ওয়ার্ডের দক্ষিণ ও মধ্যম কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া ও বাগানপাড়া, ০২নং ওয়ার্ডে নুনিয়ারছড়া, মধ্যম নুনিয়ারছড়া, ৩নং ওয়ার্ডে বদর মোকাম কেন্দ্রের প্রতিটি মহল্লায়, ৪নং ওয়ার্ডে উত্তর পেশকার পাড়া, পূর্ব পেশকার পাড়া, জামাই পাড়া, কুমিল্লা পাড়া, ফুলবাগ সড়ক একাংশ, টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদ, ৫নং ওয়ার্ড হাশেমিয়া মাদ্রাসার উত্তর পূর্বাংশ হতে আলির জাহাল পর্যন্ত, ৬নং ওয়ার্ডে নির্বাচনী ৪টি কেন্দ্রে, ৭নং ওয়ার্ড সিকদার বাজার হতে আবু বক্কর ছিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, ৮নং ওয়ার্ড খাঁজা মঞ্জিল, বায়তুল ইজ্জত পাড়া, জাদি পাহাড়, বৈদ্যঘোনা, ৯নং ওয়ার্ড দক্ষিণ ঘোনার পাড়া, আলমমগীর টাওয়ার, গৈয়মতলী, ১০নং ওয়ার্ড পূর্ব মোহাজের পাড়া, পশ্চিম মোহাজের পাড়া, ১১নং ওয়ার্ড রেজিস্ট্রি অফিস সংলগ্ন, কবরস্থান পাড়া ও ১২নং ওয়ার্ড লাইটহাউজ মেইন রোড হতে ফাতের ঘোনা পর্যন্ত গণসংযোগ করে পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা। অংশ নেন পৌর আওয়ামী লীগের নারী কর্মীরাও। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করতে গণসংযোগ, উঠান বৈঠক এবং ঘরে ঘরে গিয়ে ভোট ও দোয়া চেয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে। এছাড়াও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা সহ আরও অনেক নেতা -কর্মী।