ভিনিউজ : আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই বিশেষ ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।
সংগঠনের নেতারা বলেন, ১৯৭৫-পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধার সন্তানরা ছিল, আছে এবং ইনশাল্লাহ থাকবে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় আলোচনায় যুক্ত হন সভাপতিমন্ডলীর সদস্যরা হাজী মোঃ এমদাদুল হক, এড.এনামুল হক কাজল, লুবনা খানম, সাংগঠনিক সম্পাদক মো: ইকরামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো: মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন।