১৯ মে ১৯৭১ঃ সিরাজগঞ্জের এসডিও একে শামসুদ্দিন আটকের পর হথ্যা করা হয়

157

 

এপ্রিলে সিরাজগঞ্জের প্রতিরোধ ভেঙে পড়লে এসডিও একে শামসুদ্দিন তাঁর অধীনস্থ প্রতিরোধ যোদ্ধাদের ভারতের উদ্দেশে পাঠিয়ে দিয়ে প্রথমে সিরাজগঞ্জের চরে আত্মগোপন করেন। পরে তিনি ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এ সময় তাঁর সন্তানসম্ভবা স্ত্রী ঢাকার ১০৮ ফকিরাপুলে তাঁদের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। স্ত্রীকে দেখার জন্য তিনি গোপনে ঢাকায় আসেন। ওই বাসা থেকে পাকিস্তান সেনাবাহিনী ১৭ মে তাঁকে আটক করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনীর মেজর সরফরাজের নেতৃত্বে একদল সেনাসদস্য তাঁর ওপর অকথ্য অত্যাচার ও অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে তাঁর শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত টেনেও বের করে নিয়েছিল। বন্দি হওয়ার দু-দিন পর ১৯৭১ খ্রিস্টাব্দের ১৯ মে সেনারা একে শামসুদ্দিনকে হত্যা করে।
অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে,তার ভায়রা শ‌ফিউল আযম সিএস‌পি তা‌কে ঢাকায় আ‌নি‌য়ে ধ‌রি‌য়ে দেয়।

-বিশিষ্ট সাংবাদিক ও পিআইপি মহাপরিচালক জাফর ওয়াজের ফেসবুক থেকে