কিনজাল ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে কিনজাল মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ ধ্বংস করে দেওয়া হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাভেজদা সামরিক নিউজ আউটলেট এই খবর প্রকাশ করেছে। রুশ মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, সোমবার রাতে ইউক্রেনে হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় যুদ্ধ ইউনিট এবং গোলাবারুদ ভাণ্ডার।

ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দারা সম্প্রতি দাবি করে, যুদ্ধে রুশ সেনাদের বড় হামলা চালানোর সক্ষমতা আপাতত নেই। এমন দাবির পর গতকাল রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করছে।

তবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিষয় নিয়ে ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সূত্র: আল আরাবিয়া