‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। শুক্রবার সকালে আদালত চত্বরের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ দিবসের উদ্বোধন করা হয়।
এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
এসময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা ও দায়রা জজ নূর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে আদালত ভবনের শহীদ সোহেল-জগন্নাথ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।