জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। শুক্রবার সকালে আদালত চত্বরের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ দিবসের উদ্বোধন করা হয়।

এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।

এসময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা ও দায়রা জজ নূর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে আদালত ভবনের শহীদ সোহেল-জগন্নাথ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।