আরো ১ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা : প্রতিমন্ত্রী

দেশের আরো এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, এই অর্থবছরে ২০টি চরে নতুন করে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেসব চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয় নেই বা নদী ভাঙনে গ্রাম থেকে স্কুল অনেক দূরে চলে গেছে সেসব এলাকায় আরো এক হাজার প্রাথমিক বিদ্যালয়ে করার পরিকল্পনা রয়েছে।

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়াচর গ্রামে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। শুক্রবার বিকেলে উদ্বোধনকালে ওই এলাকার মাটির সড়কগুলো পাকাকরনের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান মো. আকবর হোসেন হিরো, সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াছ, রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. আজীম উদ্দিন প্রমুখ।