ঢাকা: এক কর্মশালায় আলোচনা কালে বক্তারা তামাকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে সচেতনাতা তৈরীতে যথাযথ ভ’মিকা পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
তামাকের ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের প্রতি মারাতœক হুমকিস্বরুপ। ক্ষতিকর এই তামাকের ব্যবহার রোধে সাংবাদিকরা সচেতনাতা তৈরীর মাধ্যমে একটি গুরুত্বপূণ ভূমিকা পালন করতে পারে বলে তারা মনে করেন।
রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আয়োজিত ’সাংবাদিকদের সাথে পরামর্শমূলক এক কর্মশালায়’ বক্তারা এই মতামত তুলে ধরেন।
শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিবন্ধিতা নিয়ে কর্মরত সংগঠন বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম) সম্প্রতি দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিবিএম এর প্রেসিডেন্ট জোয়েল আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিবিএম এর উম্মে কাউসার সুমনা ও ফারিয়া সুলতানা।
উক্ত অনুষ্ঠানে বিবিএম এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) খোন্দকার মোহাম্মদ মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
রোগতত্ববিদ মোহাম্মদ সামসুল ইসলাম ও ইউনিভার্সিটি অব কুমিল্লা’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু হানিফ খান সংশ্লিষ্ট বিষয়ে পৃথক দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে তামাকমুক্ত দেশ গঠনে বার্ষিক যোগাযোগ পরিকল্পনা ও কর্মপরিকল্পনা প্রনয়ণের ওপর দলীয় উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় ২৫ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন।