চলছে গ্রেফতার অভিযান, ছয় শতাধিক প্রবাসীকে দেশে পাঠালো ওমান

376

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ওমান থেকে প্রায় ছয় শতাধিক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চ মাসে ৩০০ প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে এবং ৬৪১ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ওমান সরকার। রবিবার (৯ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়। 

এছাড়া নিজ নিয়োগকর্তা ছেড়ে অন্যান্য নিয়োগকর্তার অধীনে কাজ করছিলেন এমন ২৫৮ জন প্রবাসীকে অভিযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা গত মাসে নিয়ম লঙ্ঘনের জন্য মোট ৬৪১ জন প্রবাসী শ্রমিককে দেশ থেকে পাঠানো হয়েছে। যার মধ্যে ৪১৪ জন কাজ ছেড়ে পালিয়ে গেছে এবং ১০৮ জন অন্যান্য নিয়োগকর্তার অধীনে কাজ করতো।