টিকটক ভিডিও করে গ্রেফতার পাঁচ প্রবাসী

371

বর্তমানে সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচলিত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এরই মধ্যে বিভিন্ন দেশে এই অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবুও এই আ্যাপের ব্যবহারকারীর সংখ্যা অনেক।

টিকটকে ‘অশালীন’ ভিডিও প্রকাশ করার অভিযোগে ৫ প্রবাসীকে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গ্রেফতারকৃত প্রবাসীরা ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে। ফিলিপাইনের দুবাই ও নর্দান আমিরাতের কনস্যুল জেনারেল সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিষয়টির ওপর খুব কাছ থেকে নজর রাখছেন তারা।

গ্রেফতারকৃত প্রবাসীদের বিরুদ্ধে অভিযোগ, তারা টিকটকে অপ্রীতিকর ও অশালীন ভিডিও প্রকাশ করেছেন। তবে আটক একজনের এক আত্মীয় দাবি করেছেন, ফিলিপাইনের ওই নাগরিকরা ‘শুধুমাত্র মজার উদ্দেশ্যে’ টিকটক ভিডিও করেছিলেন।

তাদের কোনো ধারণা ছিল না ভিডিও প্রকাশ করার জন্য আইনি ঝামেলায় পড়তে হবে। ওই আত্মীয় আরো দাবি করেন যাদের গ্রেফতার করা হয়েছে, ‘তাদের যৌনকর্মী মনে করে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিষয়টি সত্য নয়।’

ফিলিপাইন কনস্যুল জেনারেল রোনাতো দুয়েনস জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে এখন তদন্ত চালাচ্ছে শারজাহ পুলিশ।

কনস্যুল জেনারেল রোনাতো দুয়েনস বলেছেন, ‘আরব আমিরাতে বসবাসরত ফিলিপিনোদের উপদেশ দেওয়া হচ্ছে , আপনারা এই দেশের সংস্কৃতিকে সম্মান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কী পোস্ট করছেন সে বিষয়ে সতর্ক থাকুন।’

ফিলিপাইনের প্রবাসী শ্রমিক মন্ত্রণালয়ের সচিব সুসান তোতস ওপেল বলেছেন, এখন তারা এ মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছেন। ‘আরব আমিরাত সাইবার আইন কঠোরভাবে প্রয়োগ করছে এবং দেশটি নিজস্ব সংস্কৃতি ও নৈতিকতার প্রতি খুবই সংবেদনশীল ও শ্রদ্ধাশীল। তাদের সংস্কৃতি ভিন্ন, তাই আমাদের এর প্রতি খুবই শ্রদ্ধাশীল হতে হবে।’