অনেকে ইফতারিতে মিষ্টি খাবার খেতে ভালোবাসেন। স্বাদ বদলে জিলাপির বদলে বাসায় তৈরি করতে পারেন ছানার জিলাপি।
উপকরণ: ছানা ১ কাপ, সুজি ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, বেকিং সোডা সিকি চা-চামচ, মাওয়া অথবা গুঁড়া দুধ ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, তেল পরিমাণমতো (ভাজার জন্য)।
শিরার উপকরণ—চিনি দেড় কাপ, পানি ২ কাপ, জাফরান ও এলাচিগুঁড়া সামান্য।