বাংলাদেশ-ত্রিপুরা রেল যোগাযোগ শুরু হবে শিগগির

103

ভিনিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের রেল যোগাযোগ শুরু হচ্ছে শিগগির। চালু হবে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোর সঙ্গেও বাংলাদেশের রেল যোগাযোগ। প্রকল্পটির ভারতীয় অংশ পরিদর্শন করে এই আশা ব্যক্ত করেছেন ত্রিপুরার নতুন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

গত রোববার (২৬ মার্চ) আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করে ত্রিপুরার পরিবহনমন্ত্রী বলেন, প্রকল্পটির কাজ শেষ হলে দুই প্রতিবেশী ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নতুন দুয়ার উন্মোচিত হবে। রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পরপরই এ বিষয়ে উদ্যোগ নিয়েছিল। প্রকল্পের কাজ শেষ হলে দুই দেশের মানুষই দারুণ উপকৃত হবেন।