সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

113

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ থেকে ২২ মার্চের মধ্যে তাদের সবাইকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সৌদি আরবের আবাসিক ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ২৫৯ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৮৯৯ জন এবং শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৯১ জন গ্রেফতার হন। 

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সবমিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

প্রায় সাড়ে ৩ কোটির জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান দমন ব্যবস্থায় কয়েক হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতারের খবর দিয়েছে। গত সপ্তাহেও ১৬ হাজারেরও বেশি এই ধরনের অবৈধ প্রবাসীকে গ্রেফতারের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।