ইয়েমেনে প্রতি ১০ মিনিটে এক শিশুর মৃত্যু

119

অপুষ্টিজনিত কারণে ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু। শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ। একইসঙ্গে দেশটিতে এই মুহূর্তে এক কোটি ১০ লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানানো হয়। এ অবস্থায় সহায়তা চালিয়ে যেতে কমপক্ষে ৪৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে একদিকে যেমন কর্মসংস্থানের সংকট, অন্যদিকে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে দেশটির সাধারণ মানুষ। এর মধ্যেই নতুন এক তথ্য দিল জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। 

সংস্থাটির তথ্যমতে, ইয়েমেনে অপুষ্টিজনিত কারণে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু। পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টি ও ক্ষুধায় ভুগছে বলেও শুক্রবারের বিবৃতিতে জানায় ইউনিসেফ। খবর আরব নিউজের।

এদিকে চলতি বছর ইয়েমেনের শিশুদের জন্য সহায়তা চালিয়ে যেতে কমপক্ষে ৪৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। তবে ইউক্রেন যুদ্ধের কারণে জাতিসংঘ দেশটিতে সাহায্য বাড়ানোয় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম তহবিল সংগ্রহ করতে পেরেছে বলে জানানো হয়।

এমন পরিস্থিতিতে ২০২৩ সালের শুরুতেই ইয়েমেনের শিশুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি সংস্থাটির। তাই পর্যাপ্ত তাহবিল সংগ্রহ করা না গেলে ইউনিসেফ শিশুদের জন্য সহায়তা কমাতে বাধ্য হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের দমন করে ইয়েমেন পুনরায় হাদি সরকারকে ক্ষমতায় আনার চেষ্টা চালিয়ে আসছে সৌদি জোট। আর তাদের এ কাজে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে ১১ হাজারেরও বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া দেশটিতে এখনো দুই কোটি ১৭ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।