রমজান উপলক্ষে ৭০টি নিত্যপণ্যে ছয়মাসের জন্য মূল্যছাড় আমিরাতের প্রতিষ্ঠানের

106

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে স্থানীয়দের ব্যয়ভার কমাতে নিত্যপ্রয়োজনীয় ৭০টিরও বেশি পণ্যের দাম কমিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি চেইনশপ এবং অন্যান্য প্রতিষ্ঠান। এই মূল্যছাড় চলবে আগামী ছয়মাস পর্যন্ত। যেকোনো একটি পণ্যে কোনো একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, চেইনশপ ইউনিয়ন কো-অপারেটিভ ঘোষিত এই মূল্যছাড় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। চলবে পরবর্তী ছয়মাস। 

ইউনিয়ন কো-অপারেটিভ প্রধান প্রধান নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যেগুলোর দাম কমিয়েছে তার মধ্যে রয়েছে, পেঁয়াজ, আপেল, হিমায়িত মুরগি, ডিম, আটা, তেল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। আরব আমিরাতজুড়ে ইউনিয়ন কো-অপারেটিভের যতগুলো শাখা রয়েছে তার সবগুলোতেই এ মূল্যছাড় কার্যকর হবে। 

আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ মার্চ) জানিয়েছে, তারা ইউনিয়ন কো-অপারেটিভ এবং দেশের যেসব প্রতিষ্ঠান মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। মন্ত্রণালয়ের হিসাব অনুসারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় ৬ হাজারের মতো পণ্যে মূল্যছাড় দিয়েছে। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্থানীয় নাগরিক, অধিবাসী এবং পর্যটকদের যাবতীয় প্রয়োজন মেটাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে তারা বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতিতে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইউনিয়ন কো-অপারেটিভ বলেছে, ‘এই উদ্যোগ কেবল রমজান মাসেই ভোক্তাদের সহায়তা করবে না, পাশাপাশি বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ মোকাবিলায়ও এটি সহায়ক হবে। ইউনিয়ন কো-অপারেটিভ সরবরাহকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে যাতে সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তাদের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছানো সম্ভব হয়।’ 

প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম ভোক্তা সমবায় হিসেবে প্রভাবশালী অবস্থানের কারণে ইউনিয়ন কো-অপারেটিভ খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণ করতে এবং প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করে গ্রাহকদের উপর বোঝা কমাতে সহায়তা করে যাচ্ছে।’