লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে ফের খালিস্তানপন্থিদের বিক্ষোভ

113

যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে আবারও ভারতবিরোধী বিক্ষোভ করেছে খালিস্তানপন্থিরা। বুধবার (২২ মার্চ) হাইকমিশনের ভবন লক্ষ্য করে কালি ও পানির বোতল ছুড়েছে অমৃতপাল সিংয়ের সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’র সমর্থকেরা।

এর আগে গত সোমবার (১৯ মার্চ) হাইকমিশন ভবনে হামলা চালিয়ে ভারতের জাতীয় পতাকা খুলে খালিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিল অমৃতপালের সংগঠনের সমর্থকেরা। যার কড়া প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। 

ওই ঘটনায় কয়েকজনকে আটক করে ব্রিটিশ পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার (২১ মার্চ) নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে খালিস্তানপন্থিরা।

বুধবারও ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানি সমর্থকেরা বিক্ষোভ করবে বলে আগেই ঘোষণা দিয়েছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে লন্ডন পুলিশও প্রস্তুত ছিল। তবে বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ।

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, কালি ও আবির ছুড়ে মারে।

এদিকে, অমৃতপালকে ধরতে গত শনিবার থেকেই পাঞ্জাবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সরকারের বিশেষ বাহিনী। তবে, তার অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে এবার প্রশ্ন তুলেছে পাঞ্জাব কংগ্রেস। রাজ্য সভাপতির দাবি, কোনো চক্রান্ত করতেই তাকে গ্রেফতার করছে না বিজেপি সরকার।

পাঞ্জাবকে স্বাধীন একটি দেশ প্রতিষ্ঠার ডাক দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন অমৃতপাল। নিজস্ব একটি বাহিনীও গঠন করেছেন তিনি।পাঞ্জাবের স্থানীয় সংবাদমাধ্যমগুলো অমৃতপালকে ‘দ্বিতীয় ভিন্দ্রাওয়ালে’ আখ্যা দিয়েছে। ১৯৮০ সালের পরবর্তী সময়ে খালিস্তানি নেতা জার্নেল সিং ভিন্দ্রাওয়ালে ‘পৃথক রাষ্ট্র’ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।