রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা, হুশিয়ারি দিলো ওমান

152

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ২৪ ঘন্টা বাজার মনিটরিং করবে ওমান। দেশটির খাদ্যদ্রব্যের সহজলভ্যতা ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে ইতিমধ্যেই বৈঠক করেছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত বিধি-বিধান প্রয়োগ ও বাজার তদারকি জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে অপব্যবহার বা লঙ্ঘন পর্যবেক্ষণ এবং বিজ্ঞাপনের বিশ্বাসযোগ্যতা যাচাই এবং প্রযোজ্য আইনি পদ্ধতির সাথে সামঞ্জস্যতা যাচাইয়ের লক্ষ্যে ২৪ ঘন্টা কাজ করবে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। 

সিপিএ’র চেয়ারম্যান সেলিম বিন আলী আল হাকমানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদেশের বিভিন্ন বিভাগের পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সালতানাত জুড়ে প্রদেশগুলোতে মূল্য স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় পণ্য ও খাদ্যদ্রব্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য নির্ধারিত প্রক্রিয়াগুলোর তালিকা করা হয়।

সভায় হাকমানি বলেন, দোকান, ফল ও সবজির বাজার, গাড়ি এজেন্সি এবং অন্যান্য ব্যবসা মনিটরিং করার জন্য সিপিএ টিম গঠন করেছে। এ মাসে কোনো ব্যবসায়ী পণ্যের দাম বৃদ্ধি করলে অথবা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।