রমজানে সঠিক সময়ে মানুষের গন্তব্যে পৌঁছাতে বেশ একগুচ্ছ উদ্যোগ নিয়েছে ওমানের ট্রাফিক বিভাগ। ইতোমধ্যে পবিত্র রমজান মাসে সড়কে যানজট এড়াতে ট্রাক চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ট্রাফিক অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ মার্চ) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, যেসব রাস্তায় ট্রাক চলাচলের অনুমতি নেই সেসব রাস্তা হচ্ছে, মাস্কাট প্রদেশের প্রধান সড়ক, আল দাখিলিয়া রোড অর্থাৎ মাস্কাট – বিদবিদ সেতু, আল বাতিনাহ হাইওয়ে অর্থাৎ মাস্কাট – শিনাজ সড়ক।
পুলিশ জানিয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৯টা এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব রাস্তায় ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে। রয়্যাল ওমান পুলিশ ট্রাক চালকদের তাদের সুরক্ষা এবং সড়ক ব্যবহারকারীদের সুরক্ষার জন্য উপরে উল্লিখিত নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে।