স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হলেন মোস্তাফিজুর রহমান

144

vnewsbd.com স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হলেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বর্তমান জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। আমিনুল ইসলাম খান ২০২২ সালের ৩০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে যোগদান করেন। আগামী ৩১ মার্চ তিনি অবসরে যাবেন। এরপর তার স্থলে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান যোগদান করবেন।