সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আবিদা হোসেন। দুবাই-এর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওমেন গ্লোবাল কনফারেন্সে ফুনুন আর্টস নামে একটি আন্তর্জাতিক সংগঠন তাকে এই সম্মাননা প্রদান করেন। আবিদা হোসেন দুবাইয়ে নানা সেবা মূলক কাজের পাশাপাশি বাংলাদেশ ওমেন এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টে ও ডিপ্লোম্যাটিক ওমেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দুবাইয়ে মোস্ট ইনফোলেনশিয়াল ওমেন ২০২৩ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আবিদা হোসেন। চিত্রকলা, কমিউনিটি ডেভলপমেনট, সেবামূলক কাজ ও বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। ফুনুন আর্স নামে একটি আন্তর্জাতিক সংগঠন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন দেশের ২৫ জন নারীকে এই সম্মাননা প্রদান করেছে।
একই অনুষ্ঠানে বিশ্বের আরও ২৫ নারী এই সম্মাননা লাভ করেন। সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তিতে উদ্যমী নারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন, আমিরাতের ঐতিহ্য ও সাংস্কৃতিক দূত হালিমা আবদুল্লাহ রাশেদ, আমিরাতের প্রথম এভিয়েশন ইঞ্জিনিয়ার ড. সোয়াদ আল সামছি, আমেরিকান এথলেটিক্স মেডিকেল সেন্টারের পরিচালক ড. সানা সাজান, আমিরাত এনভায়রনমেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা হাবিবা আল মারাশি, চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার সুলতানা কাজিম, টিভি উপস্থাপিকা রানিয়া আলি, মোটিভেশনাল বক্তা মাইথা আল বালুশি অন্যতম।