মেধার ভিত্তিতে কেন ৫২৮ জনকে নিয়োগ দেয়া হবেনা মর্মে রুল জারীর সিদ্ধান্ত হয়েছে আজ।রীটকারী একজনের সাথে আলোচনা করে জানা যায় যে,মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দেয়ায় অনেক মেধাবী চুড়ান্ত নির্বাচিত হয়নি।যার জন্যই এই রীট।হাইকোর্টের এই আদেশে তারা খুশি।
জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায়।
অ্যাডভোকেট মো.মনির আহসাম আদালতে রিটের পক্ষে শুনানি করেন । রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।
এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত অনুত্তীর্ণ দেশের বিভিন্ন জেলার ৫২৮জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট করেন। রাজশাহীর আহসান হাবিব , ভোলার আন্দুল কাদের, গীতারানী দাশসহ বিভিন্ন জেলার ৫২৮ জন প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটে প্রাথমিক শিক্ষক বিধিমালায় কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া ও মেধার ভিত্তিতে না নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। গত ১৪ ডিসেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৩৭ হাজার ৫৭৪ জন।
উল্লেখ্য,যে এর আগে ১৭৮ জনের রীটের আদেশ ইতোমধ্যে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।