ভারতীয় ক্রিকেটে চলছে রাহুল দ্রাবিড় জামানা। রবিশাস্ত্রী যুগের মতো রাহুলের অধীনেও ভারত এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি। বরং ঘরের মাঠে হারতে হচ্ছে ১০ উইকেটের ব্যবধানে! এমতাবস্থায় দেশটির সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ বললেন, পাঁচ বছর আগে তিনি জাতীয় দলের কোচ হওয়ার আবেদন করেছিলেন। তবে সেটা বিরাট কোহলি আর অমিতাভ চৌধুরীর অনুরোধে!
২০১৭ সালে ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন শেবাগ। সেই ঘটনা নিয়ে ‘নিউজ-১৮’-কে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেছেন, ‘বিরাট কোহলি এবং বোর্ডের তৎকালীন সচিব অমিতাভ চৌধুরী না বললে আমি জাতীয় দলের প্রধান কোচের জন্য আবেদনই করতাম না। আমাদের মধ্যে একটি সভা হয়েছিল। যেখানে অমিতাভ চৌধুরী বলেছিলেন, বিরাট কোহলি এবং অনিল কুম্বলের মধ্যে বনিবনা হচ্ছে না। আমি যেন কোচিংয়ের দায়িত্ব নিই।’
ওই বছর চ্যাম্পিয়নস ট্রফির পর কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পদত্যাগ করেছিলেন কুম্বলে। তার পরে অবশ্য শেবাগের কোচ হওয়া হয়নি। ভারতে শুরু হয় রবি শাস্ত্রীর জামানা। কোচ হতে না পারায় কিছুটা হলেও আক্ষেপ আছে শেবাগের। তিনি বলেন, ‘নজফগড়ের এক ছোট পরিবার থেকে উঠে এসে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা, প্রশংসাও পেয়েছি। আমি জাতীয় দলের ক্যাপ্টেন হলে একই ধরনের সম্মান পেতাম।’