যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত নতুন একটি মসজিদ উদ্বোধন করেছেন মেয়র এরিক অ্যাডামস। ‘মসজিদ আবু হুরায়রা’ নামে এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসম্যান, অ্যাসেম্বলি ওম্যানসহ নিউইয়র্কের মূলধারার রাজনীতিকরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে বাংলাদেশি পরিচালিত মসজিদ আবু হুরায়রায় এসে পৌঁছালে মেয়র এরিক অ্যাডামসকে স্বাগত জানান মুসল্লিরা। এই প্রথম নিউইয়র্কের কোনো মেয়র মসজিদ উদ্বোধন করলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেং, অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, কুইন্স বরোর ডিস্ট্রিক্ট আ্যাটর্নি মেলিন্ডা কাটজসহ অনেকে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, কমিউনিটির উন্নয়নে আমরা যেমন অনেক কিছু করার চেষ্টা করছি, তেমনি আপনারদেরও এগিয়ে আসতে হবে। আপনারা এখানকার মুসলিম কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।