নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত মসজিদ উদ্বোধন

445

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত নতুন একটি মসজিদ উদ্বোধন করেছেন মেয়র এরিক অ্যাডামস। ‘মসজিদ আবু হুরায়রা’ নামে এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসম্যান, অ্যাসেম্বলি ওম্যানসহ নিউইয়র্কের মূলধারার রাজনীতিকরা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে বাংলাদেশি পরিচালিত মসজিদ আবু হুরায়রায় এসে পৌঁছালে মেয়র এরিক অ্যাডামসকে স্বাগত জানান মুসল্লিরা। এই প্রথম নিউইয়র্কের কোনো মেয়র মসজিদ উদ্বোধন করলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেং, অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, কুইন্স বরোর ডিস্ট্রিক্ট আ্যাটর্নি মেলিন্ডা কাটজসহ অনেকে।

আইনপ্রণেতারা জানান, আসছে রমজানে নিউইয়র্কের মসজিদে রোজাদার মুসল্লিদের জন্য বিনামূল্যে ইফতার ও সেহরির ব্যবস্থা করা হবে। নিউইয়র্কে মাদক, বন্দুক সহিংসতা, তরুণদের আত্মহত্যার প্রবণতা বন্ধে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান এরিক অ্যাডামস।
 

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন,  কমিউনিটির উন্নয়নে আমরা যেমন অনেক কিছু করার চেষ্টা করছি, তেমনি আপনারদেরও এগিয়ে আসতে হবে। আপনারা এখানকার মুসলিম কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেং বলেন,  এই মসজিদ কেবল নামাজ আদায় কিংবা ইবাদতের জন্য নয়, এটি এখানকার মানুষের সম্প্রীতির একটি বড় উদাহরণ।
 
অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার বলেন,  প্রতিটি দিন আমি আপনাদের জন্য লড়াই করে চলেছি। এবারও রমজানে এখানকার প্রতিটি মসজিদে আমি খেজুর ও পানি সরবরাহের ব্যবস্থা করেছি।
 
মসজিদ আবু হুরায়রা নির্মাণকাজে সম্পৃক্ত ছিলেন ভিন্ন ধর্মাবলম্বীরাও। গৌরাঙ্গ কুন্ডুর তত্ত্বাবধানে এর নির্মাণ পর্বের বিভিন্ন স্তরে সরাসরি যুক্ত থেকেছেন অন্য ধর্মের মানুষও। তাই এটি নিউইয়র্কে ধর্মীয় সম্প্রীতিরও এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
 
নিউইয়র্কের অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, জ্যাকসন হাইটের মতো জায়াগায় তিনতলা একটি মসজিদ হয়েছে। আমরা এতে সম্পৃক্ত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত অনুভব করছি।
 
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মসজিদটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।