রমজান মাস উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফিলিস্তিনিরা

123

পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা রমজান মাস সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। রোববার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমের অলিগলি সাজিয়ে তুলেছেন আলোকসজ্জা ও সড়কবাতি দিয়ে।

আর কয়েকদিন পরই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। পবিত্র মাস সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জেরুজালেমে ফিলিস্তিনি-অধ্যুষিত বিভিন্ন এলাকায়।

স্থানীয় এক ফিলিস্তিনি বলেন, আশা করছি এ বছর সবার অনেক ভালো সময় কাটবে এবং এখানে আসা দর্শনার্থীরা নিরাপদে সবকিছু দেখতে পারবেন। লোকজন এখানে এসে ছবি তোলে এবং রমজানের আবহ উপভোগ করেন।

এদিকে রমজান সামনে রেখে আল-আকসা মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
 
তবে এসব আয়োজনের মধ্যেও শঙ্কিত ফিলিস্তিনিরা। কারণ ক্রমেই উত্তেজনা বাড়ছে দখলদার ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে। রমজানে ইসরাইলি বাহিনীর হামলা আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। এ বছর এখন পর্যন্ত প্রায় ৮৩ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।