পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা রমজান মাস সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। রোববার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমের অলিগলি সাজিয়ে তুলেছেন আলোকসজ্জা ও সড়কবাতি দিয়ে।
আর কয়েকদিন পরই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। পবিত্র মাস সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জেরুজালেমে ফিলিস্তিনি-অধ্যুষিত বিভিন্ন এলাকায়।
স্থানীয় এক ফিলিস্তিনি বলেন, আশা করছি এ বছর সবার অনেক ভালো সময় কাটবে এবং এখানে আসা দর্শনার্থীরা নিরাপদে সবকিছু দেখতে পারবেন। লোকজন এখানে এসে ছবি তোলে এবং রমজানের আবহ উপভোগ করেন।