আরো তিন দিন বৃষ্টিপাতের আভাস

323

চৈত্রের তীব্র গরমে একপশলা বৃষ্টি দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। গতকাল রবিবার আবহাওয়াবিদরা এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘পশ্চিমা লঘুচাপের কারণে মূলত সারা দেশে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২২ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর পর থেকে ধীরে ধীরে তা কমতে থাকবে।’

ওমর ফারুক জানান, কালবৈশাখীর সঙ্গে দখিনা বাতাস বয়ে যাওয়ায় সারা দিন আকাশ মেঘলা দেখাচ্ছে। তাই আপাতত কালবৈশাখী খুব একটা জোরালো হচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।