যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পার্শ্ববর্তী অ্যারিজোনা অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঘরে ফিরছেন স্থানীয়রা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রাস্তা-ঘরবাড়ি সব ডুবে আছে বন্যার পানিতে। ভেসে আসছে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ধ্বংসাবশেষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর মধ্যাঞ্চল। বন্যার কারণে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দ্রুত বন্যার পানি ঢুকে পড়ায় নিজেদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্রও সঙ্গে নিতে পারেননি বাসিন্দারা। এছাড়া পোষা এবং গৃহপালিত প্রাণীদের পানির মধ্যেই ছেড়ে যেতে হয়েছে তাদের। বন্যায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
স্থানীয় একজন জানান, আমরা সবকিছু হারিয়েছি। কোনো সতর্কবার্তা ছাড়া হঠাৎই আমাদের এ জায়গা ছেড়ে যেতে হয়েছিল।আশা করছি, দ্রুত পানি নেমে যাবে। যাতে করে আমরা প্রয়োজনীয় কিছু জিনিস নিতে পারি। এটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিলো। আমাদের আগে থেকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়নি। এ কারণে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারিনি। আমাদের কিছুই করার ছিলোনা।
শীতকালীন তীব্র ঝড়-বৃষ্টি এবং হিমবাহ গলে ভয়াবহ এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অঙ্গরাজ্যটিতে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।
এদিকে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী অ্যারিজোনা অঙ্গরাজ্যও। তবে পানি কিছুটা কমে আসায় স্থানীয়দের বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।