ভারতের উত্তর প্রদেশে একটি হিমাগারের ছাদ ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক। ভারতের আসামের রাজ্যের সংবাদমাধ্যম সেন্টিনেল আসামের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উত্তর প্রদেশের সামভাল জেলার একটি হিমাগারের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় দুর্যোগ বাহিনীর সদস্যরা। যোগ দেয় স্থানীয় সরকারের উদ্ধারকারী দলের অনেকে। ভেতরে থাকা আলু সরিয়ে দীর্ঘ সময় ধরে চলে উদ্ধারকাজ।
রাত পেরিয়ে দিনেও অব্যাহত থাকে অভিযান। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চলছে। জীবিতদের পাশাপাশি কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ আছেন আর অনেকে।
জীবিত কেউ ভেতরে আটকা পড়ে আছেন কিনা সেই খোঁজেই অভিযান চালানো হয়। ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের বেশিরভাই শ্রমিক।
পুলিশ আরও জানিয়েছে, হতাহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের ধৈর্য রাখতে অনুরোধ করেছি। শুক্রবার সকালে ভবন ধসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ভারতে ভবন ধসের ঘটনা নতুন নয়। প্রায়ই দেশটির কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই ভবন ধসের ঘটনা ঘটে। অবৈধভাবে নির্মাণ ও পুরানো হওয়ার পরও কাজ চালিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে মনে করেন অনেকে।