ঢাকা: ‘বন্ধন কালচারাল ফোরাম’ এর উদ্যোগে চ্যানেল আই এর মিডিয়া পার্টনারশিপে ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ফোরামের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি জমকালো এ অনুষ্ঠানে গীতিকার, কবি ও কথাসাহিত্যিক সৈয়দা রাশিদা বারীকে বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক ‘সাহিত্য সাগর’ উপাধীতে ভূষিত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর প্রথম সচিব খন্দকার নাজমুল হক, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম মোঃ সালেহ্ (রেমিটেন্স যোদ্ধা, বন্ধন উপদেষ্টা), লোকমান হাকিম (বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক), জেবিন সুলতানা কান্তা (সেরা নারী উদ্যোক্তা ও বন্ধন উপদেষ্টা), শাহনূর (চলচ্চিত্র অভিনেত্রী, সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি), মো. মেজবার উদ্দীন (ইউনিট ম্যানেজার সোনালী লাইফ ইন্সুরেন্স লিঃ) প্রমুখসহ আমন্ত্রিথ অতিথিবৃন্দ।
কথাসাহিত্যিক সৈয়দা রাশিদা বারী এই উপাধী পেয়েছেন সাহিত্যের সর্বাঙ্গনে অসামান্য অবদান রাখায়। সর্বক্ষেত্রে ব্যাপক লেখালেখির পরিপ্রেক্ষিতে এট প্রদান করা হয় । প্রকৃতপক্ষে তার লেখালেখির ব্যাপকতা অনেক। একজন মহিলার পক্ষে এটা বিরল দৃষ্টান্ত। বাংলাদেশে এমনকি বিশ্বেও এমন কোন নারী লেখক নাই যে এতো স্বল্প সময় পরিসরে সাহিত্য অবদানে বিস্তর জায়গায় তিনি ঠিক সাগরের গভীরতর জলধার মতোই পৌঁছেছেন।
সাহিত্যে এতো ব্যাপক অর্জন করেছেন তিনি, যা অহংকার করারই মতো কিন্তু তাঁর কোন গর্ব অহংকার নাই। উল্লেখ্য যে, এই গুনী মানুষটি এ যাবৎ গুরুত্বপূর্ণ ২০০ এর বেশী গ্রন্থ রচনা করেছেন। তবে প্রকাশিত গ্রন্থ ১০০ উপরে, বেশকিছু উল্লেখযোগ্য অন্তত ৮০টি গ্রন্থ প্রকাশের অপেক্ষায়, কাজ চলছে। যা তিনি এক সংঙ্গেই দিতে চান এবং কারণ বর্ণণায় অনেক ব্যাপার আছে বলে জানিয়েছেন।
তিনি ৪ হাজারেরও বেশি গান লিখেছেন। তবে শুধু সৈয়দা রাশিদা বারীই নয়, এ যাবতকাল বেশী রচনাশীল কোন গীতিকারই জীবদ্দশায় তার নিজের রচিত সব গান প্রকাশ করেন নাই। যারা প্রচুর লেখেন তাদের পক্ষে এটা সম্ভব না।
লালন, নজরুল, প্রভৃতি গীতিকারের গান, পরবর্তী পুরুষ, ভক্ত উত্তরসূরী কর্তৃক প্রকাশ করেছে, এমনকি এখনও যা অব্যাহত আছে। সৈয়দা রাশিদা বারী সাহিত্য ও সংস্কৃতির জন্য সংবর্ধনা, সম্মাননা, পুরস্কার, ক্রেস্ট, উত্তরীয়, মেডেল, মানপত্র, শুভেচ্চা শ্রদ্ধা ও প্রশংসাপত্র প্রভৃতি পেয়েছেন, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকসহ প্রায় ৮০টি। তবে উপাধী পেয়েছেন ১৪টি। এটাও বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রের উন্নয়ন উন্নতির এক বৃহৎ মহামূল্যবান সংযোজন।
তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের গীতিকার। এছাড়া, সৈয়দা রাশিদা বারী জাতীয় সচিত্র মাসিক ‘স্বপ্নের দেশ’ (ঢাকা) এর প্রকাশক-সম্পাদক।