ওমানে নকল পণ্যের বিস্তার রোধে অ্যাপ চালু

275
ওমানে

ভোক্তাদের সুরক্ষা এবং নকল পণ্যের বিস্তার রোধে ‘তা’আকাদ’ নামে একটি অ্যাপ চালু করেছে ওমানের কর কর্তৃপক্ষ। বুধবার (১ মার্চ) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ‘স্থানীয় বাজারে নকল পণ্যের বিস্তার রোধ এবং পণ্যের ওপর ট্যাক্স স্ট্যাম্পের বৈধতা নিশ্চিত করা এবং ভোক্তাদের সুরক্ষা দেওয়াই অ্যাপটির লক্ষ্য।

কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ভোক্তা এখন অ্যাপের মাধ্যমে আইন লঙ্ঘনকারী যে কোনও পণ্য সম্পর্কে জানাতে পারবেন। এটি এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ব্যবহার করা যাবে। ওই কর্মকর্তা আরো বলেন, জালিয়াতি রোধে স্বতন্ত্র ট্যাক্স স্ট্যাম্প বহন করে না এমন সিগারেট এবং তামাকজাত পণ্য ওমান প্রবেশ রোধে রয়্যাল ওমান পুলিশ এবং ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে।