ওমানে নারী সহ চার প্রবাসী গ্রেফতার

275

ওমানে নারী সহ চার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নৈতিকতা লঙ্ঘন করে এমন অবৈধ কাজে জড়িত থাকার অপরাধে দাহিরা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক তা উল্লেখ না করলেও তারা সবাই এশিয়ান বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে, ওমানের রুই, আল খয়ের, আল সিব, মাবেলা সহ বেশকিছু অঞ্চলে এ ধরণের অপরাধের খবর পাওয়া গেছে। আর এইসব অপরাধে পাকিস্তানি ও ভারতীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিরাও জড়িয়ে পড়ছে। ফলে, ওমানের মাটিতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। এ ধরণের অপকর্ম থেকে প্রবাসীদের বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।