জাদেজার স্পিনে নাকাল অজিরা, ভারতের সামনে মামুলি লক্ষ্য

190

নাগপুরে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল অজিরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টেও হারের পথে রয়েছে প্যাট কামিন্সবাহিনী। প্রথম ইনিংসে লিড নিলেও তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অজিদের দ্বিতীয় ইনিংস।

১ উইকেটে ৬১ রান দিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ঘূর্ণিতে নাকাল হয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ১১৩ রানে। ওপেনার ট্রাভিস হেড ৪৩ ও তিনে নামা মার্নাস লাবুশানে ৩৫ রানের ইনিংস খেলেছেন। দলের আর কেউ পৌঁছতে পারেনি দুই অঙ্কের ঘরে।

৪২ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেছেন জাদেজা। এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। আরেক স্পিনার অশ্বিন নিয়েছেন তিন উইকেট। প্রথম ইনিংসে ১ রানের লিড থাকায় ভারতের সামনে লক্ষ্য ১১৫ রান। উল্লেখ্য যে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ২৬২ রানে অলআউট হয় ভারত।