বইপড়া আন্দোলনের সম্মেলন

185

বইপড়া আন্দোলনের সম্মেলন

ভিনিউজ: বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় ” বইয়ের জন্য রোডমার্চ র‌্যলি । ” আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শনিবার ১৮ফেব্রুয়ারি ২০২৩ সম্মেলন উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। র‌্যলিটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে দোয়েল চত্বর পর্যন্ত প্রদর্শিত হয়ে শিশু একাডেমী মিলনায়তনে প্রবেশ করে । র ্য র্লীতে প্রত্যেকের হাতে একটি করে বই ছিল , বই পড়ায় সবাইকে জোড়ালোভাবে উদ্ভূদ্ধ করতে আয়োজকদের এই ব্যাতিক্রমি আয়োজন ।
শনিবার দিনব্যাপি বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়াম, ঢাকার সাবেক এআইজি আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম এর সভাপতিত্বে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক রূপা চক্রবর্তীর সঞ্চালনায়, সাংসদ হাবিবা রহমান খান এর সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক । আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, আজকের বিজনেস বাংলাদেশ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবু, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মো. ইমাম হোসাইন।
একই দিনে সম্মেলনের সমাপনী পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান, জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থার সাবেক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান করিম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড গাজী হাসান কামাল, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হক, সোনালী ব্যাংকের সদ্য বিদায়ী ন্যায়পাল কামরুল ইসলাম, আগামী প্রকাশনের প্রকাশক ওসমান গনী, বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ শামাদুল হকসহ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বই পড়ে কেউ দেউলিয়া হয়না এ আয়োজনে জানান আয়োজকগণ।
জাতীয় এই সম্মেলনে বক্তারা একে একে বাংলাদেশে একটি যুগোপযোগী বইপড়া আন্দোলন হিসেবে গড়ে তুলতে নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর সর্বোচ্চ সম্মাননা জ্ঞানবন্ধু পদক প্রদান করা হয় দেশের বার জন বিশিষ্টজনের মধ্যে। তারমধ্য হতে সফল স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে তাজুল ইসলাম এমপি, সফল সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সমাজসেবায় যৌথভাবে সস্ত্রীক মফিজুর রহমান বাবলু ও রাশেদা বেগম, বইপড়া আন্দোলনে।
আয়োজনে ছিলেন ,বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ,পাঠাগার আন্দোলন বাংলাদেশ , আন্তর্জাতিক পাঠাগার আন্দোলন কমিটি (ইমলা)।