ওমানের আল উস্তায় মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ

261
মেয়াদোত্তীর্ণ

ওমানের আল উস্তায় অভিযান পরিচালনা করেছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। অভিযানের সময় মাহুত এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এমন অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে ওমানের বিভিন্ন প্রদেশে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাহুতের দোকান এবং বাজারগুলোতে সিপিএ’র  মাঠ পরিদর্শনের সময় কর্মকর্তারা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেশ কয়েকটি মানহীন, মেয়াদোত্তীর্ণ পণ্যের সন্ধান পান। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয় বলে জানায় সিপিএ। ব্যবসায়ীদের মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছে সিপিএ। সেইসাথে ওমানের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি ভোক্তাদেরকেও মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য কেনা থেকে বিরত থেকে সে সম্পর্কে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।