সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে এক রোহিঙ্গা আটক

248
সৌদি আরব

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁর নাম মো. আসাদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার নিহাদ আদনান প্রথম আলোকে বলেন, সৌদি আরবের জেদ্দায় যাওয়ার জন্য চট্টগ্রাম বিমানবন্দরে আসেন আসাদুল্লাহ। তাঁর কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আসাদুল্লাহ। তাঁকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

নিহাত আদনান আর ও বলেন, আটক আসাদুল্লাহ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি নিজেকে আরসার সদস্য পরিচয় দিতেন।