এক ইনিংসে ১০ উইকেট কুম্বলের

164

অনিল কুম্বলের জীবনের অবিস্মরণীয় দিন আজ। জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসাবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেটের সবকটি একাই নেন তিনি। 

দিল্লি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৮.২ ওভারের এক স্পেলে ৭৪ রানে ১০ উইকেট নেন স্পিনার কুম্বলে। দিনটি ছিল ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি।