প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

319
আপত্তিকর ভিডিও

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডি ধারণ ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মো. সোহেল শেখ (৩২) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সন্ন্যাসি বাজার এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। এ সময় আপত্তিকর ভিডিও ধারণ করা একটি স্যামসাং মুঠোফোন জব্দ করেছে পুলিশ। এর আগে ওই প্রবাসীর স্ত্রী মৌখিকভাবে মোরেলগঞ্জ পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ ঘটনায় শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী মো. সোহেল শেখকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার মো. সোহেল শেখ মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া গ্রামের মৃত মো. বাবুল শেখের ছেলে। সন্নাসি বাজারে তার ইলেকট্রিক পণ্যের দোকান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ অক্টোবর বিদ্যুৎ লাইন ও সৌর প্যানেলের কাজের জন্য সোহেলকে বাড়িতে ডাকেন ভুক্তভোগী ওই নারী। এরপর থেকে তাদের মধ্যে মুঠোফোনে কথা হতে থাকে। দিনে দিনে ভালো সম্পর্ক হলে, দুজনে ইমোতে ভিডিও কলে কথা বলতে থাকেন। এভাবে চলতে থাকার একপর্যায়ে গ্রেফতার সোহেল ওই নারীর আপত্তিকর ভিডিও ধারণ করেন। এরইমধ্যে ওই নারীর স্বামী প্রবাস থেকে বাড়িতে আসেন। এরপরেও সোহেল তাকে কুপ্রস্তাব দিতে থাকেন।

২৯ জানুয়ারি দুপুরে সোহেল ওই নারীর বাড়িতে গিয়ে মুঠোফোনে ধারণ করা ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও টাকা পয়সা হাতিয়ে নেয়ার জন্য ভয়ভীতি দেখায়। এ ঘটনার জেরে ওই নারীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সোহেলকে গ্রেফতার করে। সোহেলের মুঠোফোন তল্লাশি করে আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘সোহেলের মুঠোফোন তল্লাশি করে আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’