শ্রমিকদের বেতন না দেওয়ায় ওমানে কোম্পানির বিরুদ্ধে মামলা

352
শ্রম আইন

বেশ কয়েক মাস ধরে কর্মীদের বেতন পরিশোধ না করায় ওমানে একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওমানের আল দাহিরাহ প্রদেশে অবস্থিত উক্ত কোম্পানি বেশ কয়েক মাস যাবত শ্রমিকদের বেতন দিচ্ছিল না। শ্রম আইনের অনুচ্ছেদ নং (৫৩ এবং ৫১) এর বিধান লঙ্ঘনের জন্য উক্ত প্রতিষ্ঠানটির নামে মামলা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। একইসঙ্গে সকল বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও কোম্পানিকে তাদের কর্মচারীদের মাসে অন্তত একবার মজুরি প্রদানের বিষয়টি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দেশটির শ্রম আইনের ৫১ নং অনুচ্ছেদে বলা আছে, যারা দৈনিক হাজিরায় কাজ করবেন, তাদের বেতন কাজ শেষে দিনেই দিতে হবে। যারা সাপ্তাহিক মজুরিতে কাজ করবেন, তাদের সপ্তাহ শেষে পাওনা বুঝিয়ে দিতে হবে। আর যারা মাসিক বেতনে কাজ করবেন, তাদের মাস শেষে বেতন পরিশোধ করতে হবে। এর আগে, গত ৩০ জানুয়ারি ওমানে নতুন একটি শ্রম আইন জারী করে। যেখানে স্পষ্টতই বলা হয়, কর্মীকে বেতন মাসের ৮ তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে, অন্যথায় ১০০ রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হবে প্রতিষ্ঠান কিংবা মালিক কর্তৃপক্ষকে।