কলকাতা বই মেলা : প্রকাশিত হল ভারতের আজকাল প্রকাশনির নতুন ৬ বই

261

 

ভিনিউজ ডেস্ক : গেল অপেক্ষার ঝাঁপি। বেরিয়ে এল আজকাল প্রকাশনার ছটি নতুন বই। বুধবার বইমেলায়। এর মধ্যে একটি ইংরেজি – ডা: কমল বোস ও সুপ্রিয়া রায়ের ‘দ্য ফরগটেন হিরো, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ বিপিন বিহারী বোস’। পরপর প্রকাশ পেল রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্কিম-কালীপ্রসন্ন দ্বৈত সমাস’, প্রচেত গুপ্তর ‘কিছু ফুল কিছু অস্ত্র’, দেবাশিস দত্তর ‘ক্রিকেট ক্লাসিক’, অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘একটি আশ্চর্য প্রেমের গল্প’। খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে প্রখ্যাত অভিনেতা বসন্ত চৌধুরীর ওপর বই ‘বসন্ত চৌধুরী’ যার সম্পাদনা করেছেন শিল্পী শুভাপ্রসন্ন ও আজকাল পাবলিশার্স-এর ডিরেক্টর মৌ রায়চৌধুরী। এদিন প্রকাশিত হল এই বইটির প্রচ্ছদ। অবশ্যই উপরি পাওনা হিসেবে ছিল মৌ রায়চৌধুরীর কবিতার বই ‘মৌন মুখর’। এই বইটি প্রকাশনার দায়িত্বে ‘পত্র ভারতী’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক স্বামী বোধাসারানন্দজী মহারাজ। এছাড়া ছিলেন আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী, লেখক নবকুমার বসু, স্বপ্নময় চক্রবর্তী, কবি সুবোধ সরকার, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। মঞ্চ আলো করে ছিলেন লেখকেরা।

প্রায় বিস্মৃত সংগ্রামী বিপিন বিহারী বোসকে কালের গর্ভ থেকে তুলে এনেছেন তাঁর প্রপৌত্র ডা: কমল বোস। তাঁকে সহযোগিতা করেছেন রবীন্দ্র-বিশেষজ্ঞ ও গবেষক সুপ্রিয়া রায়। পাতায় পাতায় তুলে ধরেছেন বিপিন বিহারী বোসের স্বাধীনতা সংগ্রামে অবদান, শিক্ষাবিদ হিসেবে তাঁর প্রচেষ্টা-সহ দেশের এই সুযোগ্য সন্তানের জীবনের নানা দিক।
‘বসন্ত চৌধুরী’ বইটিতে আছে কিংবদন্তি এই শিল্পীর নিজস্ব রচনা, তাঁকে নিয়ে বেতার জগত পত্রিকা থেকে শুরু করে বহু পুরনো পত্র পত্রিকায় তাঁর সম্পর্কে মূল্যায়ন, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ। বঙ্কিম চট্টোপাধ্যায়ের দাম্পত্য এবং কালীপ্রসন্ন সিংহের বহির্মুখী জীবনের কাহিনি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্কিম-কালীপ্রসন্নের দ্বৈত সমাস’-এ। পরস্পরকে ভালোবেসে কীভাবে পথ চলেছিলেন মৃণাল সেন ও গীতা সেন তা ফুটে উঠেছে অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘একটি আশ্চর্য প্রেমের গল্প’-এ। বইটি প্রকাশের মাধ্যমে প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালকের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আজকাল প্রকাশনা। বাংলার প্রথম সারির সাহিত্যিক এবং ঔপন্যাসিক প্রচেত গুপ্ত। এবারের বইমেলায় তাঁর আত্মপ্রকাশ নতুন রূপে, অনুগল্পে। ‘কিছু ফুল, কিছু অস্ত্র’-এ ফুলের পেলব স্পর্শের সঙ্গে ধারালো অস্ত্রের আঘাত।

সাজঘর থেকে বাড়িঘর।একেবারেই কাছ থেকে দেখা ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার, কপিল দেব এবং অবশ্যই সৌরভ গাঙ্গুলিকে। সেইসব ব্যক্তিগত মুহূর্তের অভিজ্ঞতার ঝুলি উজাড় করেছেন সাংবাদিক দেবাশিস দত্ত তাঁর ‘ক্রিকেট ক্লাসিক’ বইটিতে। যার ভূমিকা লিখেছেন বয়কট। প্রেরণা আজকালের সম্পাদক অশোক দাশগুপ্ত। স্বামী বোধাসারানন্দজী মহারাজ জানিয়েছেন তিনি এইরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। সত্যম রায়চৌধুরী বলেন, ‘বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসেবীদের উপস্থিতিতে এই জায়গাটা সত্যিই একটি ‘নন্দন কানন’-এ পরিণত হয়েছে।’ অসাধারণ এই বইগুলি প্রকাশের পেছনে যিনি কান্ডারির ভূমিকা নিয়েছিলেন সেই মৌ রায়চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই। যদিও ডিরেক্টর এই কৃতিত্ব ভাগ করে নিয়েছেন আজকাল-এর সম্পাদক, চেয়ারম্যান এবং অবশ্যই তাঁর তিন সহকর্মী শুভজিৎ দাস, শিবাজী পন্ডিত এবং শ্যামলী আচার্যর সঙ্গে। তিনি বলেন, ‘শুধু বইমেলা নয়।এবার থেকে প্রতিমাসে বই বের করা হবে।’ এবারের বইমেলায় আজকাল-এর বেস্টসেলার বইগুলি পুনর্মুদ্রিত হয়েছে। সব বই পাওয়া যাচ্ছে ২৭৯ নং স্টলে।

আজকাল